Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকায় নিযুক্ত ভারতের হাইহমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে ভরত কোনো ধরনের মন্তব্য করবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের ঐক্য প্রক্রিয়া ও নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, আমরা চাই গণতন্ত্র বিকাশ ঘটুক। গণতন্ত্র নিয়ে কথা বলতে পারি তবে বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।

তিনি আরও বলেন,  বাংলাদেশের নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতার প্রত্যাশা করে না ভারত। ভারত একটি গণতান্ত্রিক দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ও প্রতিবেশী দেশের গণতন্ত্রের প্রতি আস্থাশীল আমরা। সে কারণেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

Bootstrap Image Preview