Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, জুন ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্যামেরা হাতে প্রতিবাদ: চাই শহিদুলের মুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদকঃ

অবিলম্বে শহিদুল আলমের মুক্তি চেয়ে এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়ে ক্যামেরা হাতে প্রতিবাদ করেছে আলোকচিত্রী এবং সাংবাদিক সমাজ।

আজ মঙ্গলবার বিকাল ৪.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজু ভাস্কর্যের সামনে অবিলম্বে আলোকচিত্রী শহিদুল আলমের নি:শর্ত মুক্তি এবং সকল আলোকচিত্রী-সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে 'ক্যামেরা হাতে প্রতিবাদ' শীর্ষক মানববন্ধন আয়োজিত হয়।

লেখক শহিদুল আলমকে গত ৫ আগস্ট 'নিরাপদ সড়ক আন্দোলন' এর আলোকচিত্র সংগ্রহ করা এবং আল জাজিরার সাক্ষাৎকারে তার প্রতিক্রিয়া জানানোর পরপর তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানান। তিনি বর্তমানে কারাগারে আছেন। এছাড়াও ৪ আগস্ট ক্যামেরা হাতে ছবি তুলার সময় তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং ভেঙে ফেলে সন্ত্রাসীরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বরেণ্য সংবাদকর্মী এবং আলোকচিত্রীরা ক্যামেরা হাতে আজ এই প্রতিবাদে যোগ দেন।

আলোকচিত্রীরা জানান, শহিদুলের মতো সামাজিকভাবে দায়বদ্ধ একজন আলোকচিত্রীর হয়রানির শিকার হবার ঘটনা পুরো আলোকচিত্রী মহলে ভীতি তৈরি করেছে। এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতা চর্চার বদলে ভয়ের সংস্কৃতির প্রসার ঘটিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সকল আন্দোলনে আলোকচিত্রীরা ছবির মাধ্যমে ইতিহাস সংরক্ষণ এবং দলিলায়নের ভূমিকা পালন করে গিয়েছে।

আলোকচিত্রীদের এই সক্রিয় অবস্থানের সমাদর না করে তাদের বাধাগ্রস্থ করলে সামাজিক উন্নয়ন ব্যাহত হবে। একইসাথে শহিদুলের মতো দায়িত্তবান পথপ্রদর্শককে মুক্ত না করা হলে আলোকচিত্র সমাজ ক্ষতিগ্রস্ত হবে। একইসাথে তার সুচিকিৎসা এবং পুরো ঘটনার যথাযথ তদন্তদাবী করেন সাংবাদিকরা।

Bootstrap Image Preview