Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অভিযান সমাপ্ত; জঙ্গি আস্তানায় মিলল নারী-পুরুষের লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


নরসিংদীর শেখেরচর ও মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়েছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। এর মধ্যে শেখেরচরের ভগীরথপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান সমাপ্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। তবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। পাঁচতলা বাড়িতে সোয়াত টিমের অপারেশনের পর ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের পর বাড়িটির ভেতর থেকে একটি আগেয়াস্ত্র উদ্ধার করা হয়। অপারেশনের সময় নিহতরা সোয়াত টিমকে লক্ষ্য করে ককটেল ছোঁরে।

এর আগে সকাল ১১টার দিকে এই অভিযান শুরু করা হয়। সকালে নরসিংদীর দুটি আস্তানা পরিদর্শন করেন সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম। পুলিশ বাড়ি দুটির আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। মাইকিং করে কাউকে বের না হতে পরামর্শ দেয়া হয়। দুই জায়গাতেই উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডের গাড়ি ও চিকিৎসক দল।

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের ল ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সদস্যরা সোমবার রাত ৯টার দিকে ওই বাড়ি দুটি ঘিরে ফেলেন। পরে র‌্যাব তাদের সঙ্গে যোগ দেয়। মঙ্গলবার ভোরে সোয়াত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন।

এ ছাড়া সকালে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদেরও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন এবং নরসিংদীর সিভিল সার্জনও উপস্থিত ছিলেন মাধবদীতে।

Bootstrap Image Preview