Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চেয়ে আইনি নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview


সদ্য পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা সংশোধন চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আগামী ৩০ দিনের মধ্যে ধারাগুলো সংশোধনের উদ্যোগ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আইনি নোটিশে জানানো হয়।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, আইন সচিবদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনের আলোচিত কয়েকটি ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তার আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩১, ৪৩ ও ৫৩ ধারাগুলো গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা সুরক্ষা অন্তরায় বলে সাংবাদিক নেতারা বিভিন্ন সমাবেশ, মানববন্ধন ও সেমিনারে দাবি করেছেন।

এ অবস্থায় আগামী ৩০ দিনের মধ্যে এ ধারাগুলো বাতিল করে সংশোধন না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও আইনজীবী জুলফিকার আলী জুনু জানান।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর থেকেই এ আইনকে স্বাধীন সাংবাদিকতায় হাতকড়া উল্লেখ করে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার বিরোধী নয়টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে সম্পাদক পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

Bootstrap Image Preview