Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীর ফোনে তল্লাশি চালানোয় স্ত্রীর ৩ মাসের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১০:০৯ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১০:০৯ AM

bdmorning Image Preview


স্বামীর ফোনে অজ্ঞাতসারে তল্লাশি চালিয়ে গোপন তথ্য ফাঁস করে দিয়ে বিপাকে পড়েছেন এক স্ত্রী। মামলা করে দিয়েছেন স্বামী। ফলাফল- সেই নারীর তিন মাসের জেল দিলেন আদালত। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে ঘটনাটি।

এ ব্যাপারে অভিযুক্ত নারীর দাবি, স্বামীই তাকে পাসওয়ার্ড দিয়েছিলেন। কেননা এর আগে বিভিন্ন নারীদের সঙ্গে তাকে কথা বলার সময় ধরা খেয়েছেন তিনি।

এদিকে স্থানীয় একটি পত্রিকাকে আইনজীবী রায়েদ আল আওরাকি ও মোহাম্মদ জাদ আল মাওলা জানান, অনুমতি ছাড়া যেকোনো ব্যক্তির মোবাইল ফোনের তথ্য দেখা ও খোঁজা দেশটিতে বেআইনি। এমনকি বাবা-মা ও বিবাহিত যুগলের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।

অন্যদিকে টুইটারে স্বামী লিখেছেন- ‘যদি স্ত্রী স্বামীর কর্মকাণ্ডে সন্দেহপ্রবণ না হতেন, তাহলে নিশ্চয়ই ফোন ঘেঁটে দেখতেন না। নিজের স্ত্রীকে জেলে পাঠানো কি তার জন্য লজ্জাজনক নয়?

তবে আইন আইনই। এই নারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত আগস্ট মাসে ইউএইর প্রেসিডেন্ট শেখ খলিফা এই নতুন সাইবার অপরাধ আইন ইস্যু করেন। এই আইনে দোষী ব্যক্তির ২৫ বছরের জেল পর্যন্ত হতে পারে

Bootstrap Image Preview