Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুকুরের ফেসবুক ফোলোয়ার ২০ হাজার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview


নাম পুটু হাজরা। সবাই আদর করে ডাকে পুটু নামেই। পুটুর ঠিকানা শান্তিনিকেতন। পৃথ্বী হাজরার মাতৃত্বেই ওর বড় হয়ে ওঠা। বাড়িতে আছে 'বাবা'ও। পৃথ্বী হাজরার স্বামী পবিত্র মণ্ডল'ই পুটু'কে পিতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন।

'মা-বাবা' ছাড়া পুটুর খেলার সঙ্গী ওর বান্ধবী জেরি। জেরি একটি ল্যাব্রডর (কুকুর)। সময়ে অসময়ে জেরির সঙ্গেই পুটুর যত খুনসুটি। কখনও রেসলিং আবার কখনও একসঙ্গে বসে একে অপরের আদরে মাখামাখি করা, দুই সইয়ের ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল।

জেরি ছাড়াও পুটুর আরও এক বন্ধু আছে। ওর নাম কিট্টু। ব্রাউন, ব্ল্যাক আর হোয়াইট- এই মিশ্রণই পুটুর বিশেষত্ব। এমনিতে ও স্বজাতীয় (ইন্ডিয়ান পারিয়া প্রজাতি) হলেও অন্য প্রজাতির কুকুরদের সঙ্গেও মানিয়ে নেয় খুব সহজেই।  

ফেসবুকেও তো ওর কত বন্ধু। সম্প্রতি একটি ফেসবুক পেজও খোলা হয়েছে পুটুর। লাইক সংখ্যা শুনলে ভিরমি খেয়ে যেতে পারেন। ২০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে 'পুটু- দ্য ইন্ডি পাপ' নামের ওই ফেসবুক পেজের।

নেটিজেনদের অনেকের বক্তব্য, 'পুটুর মাম' অর্থাৎ পৃথ্বী হাজরা ফেসবুকে কুকুরের ছবি দিয়ে অর্থ সংগ্রহ করেন। তবে এই অভিযোগ যে ভিত্তিহীন, সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পৃথ্বী।

Bootstrap Image Preview