Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় কাতার প্রেস সেন্টারের 'গভীর উদ্বেগ'

হাসান বখস, কাতার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৫৮ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৫৮ PM

bdmorning Image Preview


সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে কাতারের মিডিয়া গ্রুপ কাতার প্রেস সেন্টার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

জামাল খাশোগি এক সময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও এক পর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হন নি।

কাতারের মিডিয়া সেন্টারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, খাশোগির রহস্যজনক অন্তর্ধানের পর থেকেই এ সংক্রান্ত ঘটনাপ্রবাহ গভীর উদ্বেগের সঙ্গে নজরে রেখেছি আমরা।

সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কন্সুল্যেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ।

তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আনকারার।

Bootstrap Image Preview