Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২য় বর্ষে পা দিলো ফোকাস বাংলা

এস.আই.রনি, দ.আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় বহুল প্রচলিত বাংলা ভাষার মাসিক পত্রিকা "ফোকাস বাংলা" এর এক বছর পূর্তি হয়েছে। 

গত বৃহস্পতিবার (১১অক্টোবর) দক্ষিণ আফ্রিকা জোহানসবার্গের ফোর্ডসবার্গ এক রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে  ফোকাস বাংলা পত্রিকার ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়।

ফোকাস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুমিন মুন্নার সঞ্চালনায় ও ফোকাস বাংলার সম্পাদক নোমান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতি,  ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা মেহরাজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির সদস্য সচিব কাজল মিয়া, ইসলামিক ফোরাম অব আফ্রিকার ঘাউটেং প্রভিন্স সভাপতি আবুল কাশেম, দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন সহ বিশেষ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মাসিক ফোকাস বাংলার ভুয়সী প্রসংশা করেন এবং উত্তরোত্তর এর সমৃদ্ধি কামনা করেন। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা রক্ষায় সর্বদিকে ফোকাস বাংলা ব্যাপক প্রসংশিত হয়েছে। অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কেটে উৎসব করা হয়। অনুষ্ঠান শেষে সকল আমন্ত্রিতদের রাতের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য, গত বছর ১০ই অক্টোবর ২০১৭ খ্রীস্টাব্দ প্রথম মাসিক ফোকাস বাংলা পত্রিকাটির যাত্রা শুরু হয়। ইতোমধ্যে সকল বাংলা ভাষাবাসিদের হৃদয়ে  পত্রিকাটি স্থান করে নিয়েছে তার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে।

মাসিক ফোকাস বাংলার সম্পাদক নোমান মাহমুদ  বলেন, "সমাজের বাস্তব প্রতিচ্ছবি" এই শ্লোগানকে সামনে রেখে গত বছরের ১০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ফোকাস বাংলা মাসিক ম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস হিসাব করে করে ১টি বছর আমরা অতিক্রম করেছি। যাত্রা থেকে অদ্যবদি পর্যন্ত প্রতিটি ক্ষণের জন্য সৃষ্টিকর্তার অপার কৃপা ও দয়ার জন্য শুকরিয়া আদায় করছি। মাত্র ১ বছরের ব্যবধানে ফোকাস বাংলা এতদুর এগিয়ে যাবে তা আমাদের জন্য কল্পনাতীত। স্বল্প সময়ে পাঠক সমাজ সহ সুধীমহলে ফোকাস বাংলা যে গ্রহণযোগ্যতা পেয়েছে তা আগামীর পথচলাকে আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহ যোগাবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শুরু থেকে অাজও অবধি যারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা, বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।

সকল পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী, লেখক, কলামিষ্ট, বিজ্ঞাপনদাতা সহ সর্বস্তরের প্রবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আগামীর পানে, পাঠক সমাজের হৃদয় জয় করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে আমরা মডেল হতে চাই।

Bootstrap Image Preview