Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইউক্রেনে কাটা পড়ল ইতালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


বুধবার রাতে জেনোয়ার স্তাদিও লুইগি ফেরারিসে ইতালিকে ১-১ গোলে রুখে দেয় ইউক্রেন। ফলে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার রেকর্ড স্পর্শ করল ইতালি। এর আগে ১৯২৩ থেকে ১৯২৫ সাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোনো জয় ছিল না তাদের।

ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য ছিল ইতালির। কিন্তু গোল করতে পারেনি। তাদের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন ইউক্রেনের গোলরক্ষক।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেডেরিকো বার্নার্ডসি। এই ফরোয়ার্ডের জোরাল শট ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রিয়া প্যাতভের হাতে লেগে জালে জড়িয়ে যায়।

সাত মিনিট পরই অবশ্য সমতা ফেরায় ইউক্রেন। রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি।ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

Bootstrap Image Preview