Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেদের পারফরমেন্সে হতাশ না: জেমি ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:০০ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:০০ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের সেমিফাইনালে বুধবার টুর্নামেন্টের শীর্ষ র‌্যাংকধারী ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। র‌্যাংকিংয়ে যোজান যোজন দূরত্বে এগিয়ে রয়েছে মধ্যপ্রচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি। সেই সঙ্গে রয়েছে ফিলিস্তিন দলের খেলোয়াড়দের শরিরিক গঠন।

র‌্যাংকিং ও শারিরিক দিক থেকে এগিয়ে থাকা দলটির বিপক্ষে আজ পাল্লা দিয়েই হেরেছে বাংলাদেশ। সুঠাম দেহের অধিকারী ওই দলটির সঙ্গে হারলেও বলের দখলে এগিয়ে ছিল স্বাগতিক দলের খেলোয়াড়রা। আক্রমনেও এগিয়ে জামাল ভুইয়ার দল। তবে সফল ফিনিশিংয়ের অভাবও ভুগিয়েছে স্বাগতিক শিবিরকে। ভাল ফিনিশার থাকল কক্সবাজারের ম্যাচের ফলাফল হয়তো অন্য রকম হতো।

তারপরও শিষ্যদের এমন লড়াকু মনোভাবে সন্তুষ্ট স্বাগতিক দলের কোচ জেমি ডে। ম্যাচ পরবর্তী সংবাদ সমেমলনে শিষ্যদের প্রশংসায়ও ভাসিয়েছেন এই ইংলিশ কোচ। তিনি বলেন,‘স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারা অব্যশ্যই আমার জন্য হতাশার। তবে আমি ছেলেদের পারফরমেন্সে হতাশ না।’ এর কারন ব্যাখ্যা করতে গিয়ে জেমি ডে বলেন, প্রতিপক্ষ দলটি র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে ৯৩ধাপ এগিয়ে। ওদের খেলোয়াড়রা দীর্ঘদেহী। এই ম্যাচে আগে আমার ভয় ছিল সেটপিস। ওরা দীর্ঘদেহী। কর্ণার কিংবা ফ্রিকিকে যাতে ওরা বাড়তি সুবিধা না পায় তা নিয়ে আমি কাজ করেছি। আমরা কিন্তু সেট পিস থেকে কোনো গোল হজম করেনি।’

টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স মূল্যায়ন করতে গিয়ে এই কোচ বলেন, ‘লাওসে বিপক্ষে আমরা দারুন ফুটবল খেলেছি। ফিলিপাইনের বিপক্ষে জিততে না পারলেও আমি খুশি ছিলাম। এখানেও ছেলেরা আমাকে গর্বিত করেছে।’

ফিনিশিংয়ের দূর্বলতা প্রসঙ্গে জেমি ডে বলেন, গোল করার মতো স্টাইকার তার দলে নেই। এর কারন হিসেবে দেশের ফুটবল সংস্কৃতিকে দায়ী করেন এই কোচ। বড় দলের বিপক্ষে গোল করতে হলে শেষ টাচটা গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে স্বাগতিক কোচ বলেন,‘ এসব দলের বিপক্ষে সুযোগ খুব একটা পাওয়া যাবে না। যখন আসবে তখন শেষ ফিনিশিংটা যেন নিখুঁত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ড্রেসিরুমে সেই জিনিসটাই ওদের বার বার বলেছি। তবে মাঠে সেটা হয়নি।’

এদিকে স্বাভাবিক খেলাটা খেলতে না পারার কারন হিসেবে ভেজা মাঠকে দায়ী করেছেন ফিলিস্তিনের কোচ আইলাদ আলী নরুদ্দিনী। ম্যাচ শেষে এই কোচ বলেন, ‘মাঠের কারনেই আমরা গ্রাউন্ডে না খেলে উপর উপরে খেলার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা ভালো করেছে। তারা আমাদের এসব পরিকল্পনা ভন্ডুল করেছে।’

ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করা বাংলাদেশী ফরোয়ার্ড নাবীন নেওয়াজ জীবনের প্রশংসা করেন ফিলিস্তিন কোচ। তিনি বলেন,‘ জীবন খুবই ভালো মানের স্ট্রাইকার। ওর প্রচন্ড গতি আছে। বারবার আমাদের ডিফেন্সকে পরীক্ষায় ফেলেছে।’

ফাইনালের প্রতিপক্ষ তাজিকিস্তান প্রসঙ্গে নরুদ্দিনী বলেন,‘ওরা আমাদের চেয়ে একদিন বেশী বিশ্রাম পাবে ফাইনালের আগে। এটা তাদের জন্য বাড়তি সুবিধা।’

Bootstrap Image Preview