Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১১:৫৬ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১১:৫৬ AM

bdmorning Image Preview


দক্ষিণ এশিয়া সাফ অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন শিপের প্রথম আসরেই শিরোপা জিতেছে বাংলাদেশ। পুরো আসরে অপারজিত থেকেই রবিবার তারা নেপালকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে। আজ সোমবার সকালে দেশে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় শিরোপা জয়ী মেয়েরা। 

গত আগস্টে থিম্পুতে ভারতের কাছে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। সেই থিম্পুতেই হতাশা ভুলিয়ে দিল অনূর্ধ্ব-১৮ মেয়েদের এ শিরোপা।

গ্রুপ পর্বে লাল-সবুজের প্রতিনিধিরা ১৭-০ গোলে পাকিস্তান উড়িয়েয়ে শুভ সূচনা করে। দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায়। শেষ চারের ম্যাচে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে মিসরাত জাহান মৌসুমীর দল। 

এই টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। জবাবে প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে মোট ২৪টি। ৮ গোল নিয়ে প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের স্বপ্না।

 

Bootstrap Image Preview