Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, জুলাই ২০২৪ | ৯ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রসাধনীতে থাকে রাসায়নিক উপাদান, হতে পারে ক্যান্সার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ 

শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ত্বক খুবই স্পর্শকাতর। আর বেশিরভাগ নারী রুপচর্চার জন্য এসব অঙ্গে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন৷ তবে ত্বকের জন্য কিন্তু সব প্রসাধনী ভাল হয় না। এজন্য প্রসাধনী নির্ণয়ে বিশেষ নজর দিতে হবে। কারণ প্রসাধনীর কিছু রাসায়নিক উপাদান আছে যা  ত্বকের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এমনকি প্রসাধনী থেকে হতে পারে ক্যান্সার। তাই প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে।

যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে:

বিভিন্ন প্রসাধন সামগ্রীতে থাকা রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল নারীদের যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে যে প্রসাধনী যৌন হরমোনকে প্রভাবিত করার ফলে যৌন ক্ষমতা কমে যায়। এমনকি বিভিন্ন ধরনের জটিল রোগেরও সৃষ্টি হতে পারে।

প্রস্রাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রবেশ:

১৮ থেকে ৪৪ বছর বয়সি মোট ১৪৩ জন নারীর ৫০০ বারের বেশি প্রস্রাব নিয়ে গবেষণা করা হয়। যার মধ্যে প্রচুর পরিমানের ক্ষতিকর রাসায়নিক পদার্থ আলট্রা ভয়োলেট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, বিসফেনল এ, এবং ক্লোলোফেনলস পাওয়া গেছে৷ আর এসব ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রবেশের মূলে রয়েছে প্রসাধনী।   

স্তন ক্যানসার:

প্রসাধনীর কিছু কেমিক্যালস স্তন ক্যান্সারের মতো এস্ট্রোজেন-নির্ভর রোগগুলিকে প্রভাবিত করতে পারে বলে জানান গবেষকরা৷

সেজন্য প্রসাধন সামগ্রীগুলোতে কী কী রাসায়নিক দ্রব্য বা উপাদান থাকে বা কী দিয়ে তৈরি তা দেখে কেনা উচিত। এমনকি ব্যবহারের আগেও দেখে নেওয়া উচিত বলে জানান গবেষকরা ৷

Bootstrap Image Preview