Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পর্তুগালে ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বাংলাদেশ উন্নয়ন মেলা। প্রথমবারের মতো দেশটি এই মেলার আয়োজন করে।

গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ উন্নয়ন মেলাউদ্বোধন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক। এসময় লিসবন বাংলাদেশ দূতাবাসের আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূতসহ মেলায় আগত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি।

দূতালয় প্রধান হাসান আবদুল্লাহ তৌহিদের সঞ্চালনায় মেলায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক। এই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্যের বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের অবহিত করেন।

এছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট বিষয়ে বিভিন্ন তথ্য বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপস্থাপনা ও উন্নয়ন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উন্নয়ন মেলায় আরও উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের আবুল বাশার বাদশা, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, কবি কমল, আব্দুর রাজ্জাক, শাহাদাৎ হোসেন, আবু সাঈদ আলো, মাহফুজুর রহমান, সুমন, কাউছার জাহিদ, ইমরান হোসেন, পর্তুগাল ছাত্রলীগের রনী হোসাইন, মামুন আহম্মেদ, আলম, আনছার আলী, ইমরান হোসেন প্রমুখ।

এছাড়াও মেলার শেষাংশে শিশুসাহিত্য পরিষদের সভাপতি কবি সৈয়দ আল ফারুক ও সংগীতশিল্পী নাহিদ নাজিয়া কবিতা আবৃত্তি ও গান গেয়ে মেলায় আগত প্রবাসীদের মাতান।

Bootstrap Image Preview