Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিউক্যাসেলকে হারিয়ে চাকরি বাঁচালেন মরিনহো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview


ক্লাব কর্তৃপক্ষ খবরের সত্যতা স্বীকার না করলেও শুক্রবার থেকেই মরিনহোর ম্যান ইউ ছাড়ার খবরে উত্তাল হয়েছিল ফুটবল বিশ্ব। বিশেষজ্ঞদের একাংশ বলতে শুরু করেছিলেন নিউক্যাসেল ম্যাচের ফলাফলের উপরই হয়তো নির্ভর করছে ওল্ড ট্র্যাফোর্ডে মরিনহোর ভবিষ্যৎ। ক্লাবে পর্তুগিজ কোচের ভবিষ্যৎ কী হবে সেটা সময়ই বলবে, তবে নিউক্যাসেলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে জয়ের সরণীতে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার পিছিয়ে পড়েও ঘরের মাঠে ৩-২ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল মরিনহোর ছেলেরা।

শুরুটা দেখে যদিও বোঝার উপায় ছিল না দিনের শেষে মরিনহোকে এমন একটা জয় উপহার দেবেন তাঁর ছাত্ররা। কারণ এদিনের ম্যাচে চলতি প্রিমিয়ার লিগে সবচেয়ে খারাপ শুরু করে ম্যান ইউ। প্রথম দশ মিনিটেই অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টারকে দু’গোলে পিছিয়ে দেয় রাফা বেনিতেজের ছেলেরা। যার সঙ্গে মরিনহোর লড়াই নিয়েও চর্চা চলছিল ম্যাচ শুরুর আগে।

সাত মিনিটে আয়োজ পেরেজের থ্রু ধরে বক্সের মধ্যে বাঁ পায়ের দুরন্ত শটে বল জালে রাখেন কেনেডি। এর ঠিক তিন মিনিট বাদেই দ্বিতীয় গোল। দি গিয়াকে পরাস্ত করে বক্সের মধ্যে দুরন্ত টার্নিং শটে এক্ষেত্রে বল জালে রাখেন মুতো।

দু’গোলে পিছিয়ে পড়ে তড়িঘড়ি ১৯ মিনিটে এরিক বেলি’র বদলি হিসেবে জুয়ান মাতা’কে মাঠে নামিয়ে দেন ম্যান ইউ’র পর্তুগিজ কোচ। এরপর ম্যাচে ফেরার সুযোগও চলে আসে ম্যান ইউ’র সামনে। কিন্তু লুকাকুর ক্রস থেকে র‍্যাশফোর্ডের ক্লোজ রেঞ্জ হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ব্যবধান বাড়িয়ে নিতে পারত নিউক্যাসেলও। তবে দি গিয়ার বদান্যতায় এযাত্রায় রক্ষা পায় ম্যান ইউ। দু’গোলে পিছিয়ে থেকেই ঘরের মাঠে বিরতিতে যায় মরিনহো’র ছেলেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন মাতিচ, পোগবার দূরপাল্লার শট প্রতিহত হয়ে ফিরে এলে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন মাতিচ। ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোল করে ম্যান ইউ’কে ম্যাচে ফিরিয়ে আনেন মাতা। এরপর নিউক্যাসেল রক্ষণে আছড়ে পড়তে থেকে একের পর এক ঝড়। ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে পোগবা-মার্শিয়াল যুগলবন্দীতে সমতা ফেরায় রেড ডেভিলসরা। বক্সের মধ্যে দুরন্ত ব্যাকহিলে মার্শিয়ালের জন্য বল সাজিয়ে দেন ফরাসি মিডফিল্ডার। যা থেকে দুরন্ত শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি স্ট্রাইকারটি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয় গোল করে ম্যান ইউ’র জয় নিশ্চিত করেন স্যাঞ্চেজ। ক্লাবে যোগদানের পর থেকেই তাঁর খারাপ পারফরম্যান্স ছিল আতস কাঁচের তলায়। ইয়ং’র ক্রস থেকে তাঁর দুরন্ত হেডার অনেক সমালোচনার জবাব দিল এদিন।

৩-০ গোলে দ্বিতীয় জয় তুলে নেওয়ার পর ২০ অক্টোবর প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে ম্যান ইউ মুখোমুখি হবে চেলসি’র।

Bootstrap Image Preview