Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১০-১৫ হাজার দর্শক টিকেটের অর্থ ফেরত পাবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM

bdmorning Image Preview


সিলেট জেলা স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ ও ফিলিপাইনের ম্যধকার ম্যাচে ঢল নেমেছিল দর্শকের। গ্যালারিতে ছিল না তিল ধারণের ঠাঁই নেই এমনকি গতকাল ম্যাচের টিকেট থাকা সত্বেও দর্শকদের বড় একটি অংশ মাঠের প্রবেশ করতে পারেনি। 

সিলেট স্টেডিয়ামে ২৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সিলেট জেলা স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচে।আগে যারা টিকেট কিনেছেন তারা স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেয়েছেন। তাই মাঠের বাইরে ১০-১৫ হাজার দর্শক টিকেট হাতে নিয়েও মাঠে প্রবেশ করতে পারেনি। যদিও নিরাপত্তা কর্মীদের ভাষায় সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি। 

বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচে মাঠে প্রবশে করতে না পেয়ে এ সময় ক্ষুব্ধ হয়ে হইচইও করতে দেখা যায়। পরিস্থিতি সামলাতে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহিউদ্দিন আহমেদ সেলিম মাঠে মাইকিংয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে আরো খেলা হবে এই স্টেডিয়ামে। যারা আজ সুযোগ পাননি ভবিষ্যতে তাদের জন্য সুযোগ করে দেওয়া হবে।

তার ভাষ্যমতো,‘কিছু কিছু স্কুলে সৌজন্য টিকিট দেয়ায় এমন সমস্যা হয়েছে। যে কারণে টিকিট নিয়েও মাঠে ঢুকতে পারেননি অনেকে।’

যারা ৫০ টাকা মূল্যের টিকিট কিনেছেন, প্রয়োজনে তাদের দ্বিগুণ অর্থ ফেরত দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন সেলিম।

গত ১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের পঞ্চম আসর। গ্রুপ পর্বের ছয়টি খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

Bootstrap Image Preview