Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যান্সারের শেষ স্তরে রয়েছেন ঋষি কাপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। ক্যান্সারের তৃতীয় স্তরে রয়েছেন তিনি। বর্তমানে কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ৪৫ দিন টানা চিকিৎসা চলবে এই অভিনেতার।

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রওনা দেন ঋষি কাপুর, নিতু কাপুর ও রণবীর কাপুর। নিউ ইয়র্কে পাড়ি দেয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেন ঋষি।

সেখানে তিনি জানান, ৪৫ বছরে অভিনয় ক্যারিয়ারে এই প্রথম বড় বিরতিতে যাচ্ছি। আসলে আমার শরীরটা খারাপ। চিকিৎসা করাতে বিদেশ পাড়ি দিচ্ছি। সবার শুভ কামনা সঙ্গে থাকলে খুব শিগগির হয়তো ফিরতে পারবো। কিছুদিনের জন্য বলিউডকে বিদায়।

প্রথমে তার ক্যান্সার হওয়ার বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অনেকে। নিউ ইয়র্কে এপার্টমেন্ট ভাড়া নিয়ে রয়েছেন কাপুর পরিবার। ঋষির চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত কাপুর পরিবার ইউ ইয়র্কেই থাকবেন। যদিও রণবীর কাপুর বা নিতু কাপুর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Bootstrap Image Preview