Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৩ | ৬ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে এক ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ গ্রুপ চ্যাম্পিয়ন হতে ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। লাওস নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিফাইনের নিকট হারলে নিশ্চিত হয় স্বাগতিকদের শেষ চার।

আজ বাংলাদেশ-ফিলিফাইনের গ্রুপ সেরা হওয়ার লড়াই। যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে খেলবে। আর যদি ম্যাচটি ড্র হয় তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ সেরা হবে ফিলিপাইন।

হেড টু হেড লড়াইয়ে দুই দলই সমানে সমান। এখন পর্যন্ত দুইবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ফিলিফাইন। দুই দেখায় সমান একটি করে জয় পেয়েছে দুদল। কিন্তু শেষ বারের দেখায় ২০১১ সালে বাংলাদেশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল ফিলিফাইন।

Bootstrap Image Preview