Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দ্রুত গতির গোলের ম্যাচে নায়ক মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:১৫ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:১৭ AM

bdmorning Image Preview


ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হল টটেনহ্যাম৷ গোল পেলেন দু’দলের অধিনায়কই৷ তবে মেসি ঝড়ে এদিন নিতান্ত ফিকে দেখায় হ্যারি কেনকে৷ ফলে ৪-২ গোলে ওয়েম্বলির দখল নিতে বিশেষ সময় লাগেনি স্প্যানিশ জায়ান্টদের৷

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার দাপট ছিল চোখে পড়ার মতো৷ গত ১৩ বছরে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম গোল করে বার্সেলোনা৷ কাতালান ক্লাবের হয়ে গোলের খাতা খোলেন ফিলিপ কুটিনহো৷ তবে জোড়া গোলে ম্যাচের নায়ক হয়ে থাকেন মেসি৷ বার্সার অপর গোলটি আসে ইভান রাকিটিচের পা থেকে৷

ম্যাচের ৯২ সেকেন্ডেই বার্সার হয়ে গোলের খাতা খোলেন কুটিনহো৷ ২০০৫ সালে মার্ক ভ্যান বোমেল পানাথিনাইকোসের বিরুদ্ধে বার্সার হয়ে ৩৬ সেকেন্ডে গোল করেছিলেন৷ তার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে এত দ্রুত গোল করতে পারেননি কোনও বার্সা তারকাই৷ জোর্ডি আলবার পাস থেকে গোল করেন কুটিনহো৷ ২৮ মিনিটে কুটিনহোর পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন রাকিটিচ৷ বার্সেলোনা প্রথমার্ধের খেলা শেষ করে জোড়া গোলে এগিয়ে থেকে৷

যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহ্যাম৷ দু’বার ব্যবধান কমিয়ে বার্সার উপর চার তৈরি করে তারা৷ যদিও শেষ রক্ষা হয়নি৷ প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে দু’টি গোল করেন হ্যারি কেন ও এরিক লামেলা৷

দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির শট পোস্টে প্রতিহত হয়৷ ৫২ মিনিটে লামেলার পাস থেকে গোল করে টটেনহ্যামের হয়ে ব্যবধান কমান হ্যারি কেন৷ মিনিট চারেকের মধ্যেই পুনরায় ব্যবধান বাড়িয়ে ৩-১ করে বার্সা৷ এবার আলবার পাস থেকে গোল করেন মেসি৷

৬৬ মিনিটে টটেনহ্যাম দ্বিতীয়বার বল জড়ায় বার্সেলোনার জালে৷ সন হিউংয়ের পাস থেকে গোল করেন লামেলা৷ নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে মেসি দ্বিতীয়বার পরাস্ত করেন টটেনহ্যাম গোলরক্ষক লরিসকে৷ ৯০ মিনিটে আলবার পাস থেকেই গোল করেন বার্সা অধিনায়ক৷

Bootstrap Image Preview