Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার আনিসুল হকের গল্পে ঢালিউডের কিং খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:১৫ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


‘একটা সময় ছিলো যখন সৈয়দ শামসুল হক, মমতাজউদদীন আহমদ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, জহির রায়হানের মতো গুণীজনেরা দেশের সিনেমাগুলোতে মৌলিক গল্প ও চিত্রনাট্য লিখতেন। বড় বড় সাহিত্যিক, ঔপন্যাসিক, কবিদের সিনেমায় আনাগোনা ছিল। দেশীয় সিনেমাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে তাঁদের মতো দেশবরেণ্যদের বর্তমানে সিনেমায় আসা দরকার।’ এমন সব বক্তব্যের মাধ্যমেই নিজের নতুন কাজের কথা তুলে ধরেছেন ঢালিউডের কিং খান। জানিয়েছেন এবার জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের গল্পে কাজ করতে যাচ্ছেন তিনি।

জানিয়েছেন, নতুন এ চলচ্চিত্রটির গল্পে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। সেই গল্পে শাকিব খানের ব্যক্তিজীবনেরও কিছু অংশ থাকবে। চলচ্চিত্রটি শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে তৈরি হবে। এ বিষয়ে গত সোমবার রাতে আনিসুল হকের সঙ্গে এসকে ফিল্মসের চুক্তি স্বাক্ষর হয়েছে।

চলচ্চিত্রটি সম্পর্কে নায়ক শাকিব খান বলেন, ‘আনিসুল হকের গল্পে দারুণ কিছু হবে বলেই আশা করছি। মৌলিক গল্পের সিনেমা হবে এটি। ছবির নাম ও গল্প এখনই বলতে চাইছি না। তবে কাজটি করছি। আনিসুল হকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। বাজেটে কোনো আপস করব না। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। প্রযোজনা–পরবর্তী কাজ দেশের বাইরে করব। এটি আমার স্বপ্নের প্রকল্প।’

উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে। প্রযোজনা–পূর্বের কাজ শেষে ধার্য করা হবে শুটিংয়ের দিন তারিখ।

Bootstrap Image Preview