Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের লজ্জার হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৪৬ AM

bdmorning Image Preview


লা লিগায় এবার একেবারেই ছন্দহারা দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। তবে বরাবরের ট্র্যাক রেকর্ড হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো ফল করে আসে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু এবার তাতেও ব্যাঘাত ঘটল। এই মৌসুমে গ্রুপের অন্যতম দুর্বল প্রতিপক্ষের কাছে হোঁচট খেল তারা। রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর কাছে হেরে গেল লোপেতেগির ছেলেরা। 'জি' গ্রুপের এই ম্যাচে ১-০ গোলে জেতে সিএসকেএ। অষ্টম মিনিটে জয়সূচক গোলটি করেন সুযোগ সন্ধানী নিকোলা ভ্লাসিচ।

চোটের কারণে রিয়াল মাদ্রিদ শিবিরে আগে থেকেই ছিলেন না সার্জিও রামোস, মার্সেলো ও ইসকোরা। সবশেষ তাদের সঙ্গে যোগ দেন আক্রমণভাগের ফর্মে থাকা তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। দলের এমন বড় তারকাদের অনুপুস্থিতিতে সুযোগটা ভালোই কাজে লাগায় সিএসকেএ।

লুজনিকি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে ক্রুসের ব্যাক পাস ধরে আক্রমণে যান নিকোলা ভ্লাসিচ। রাফায়েল ভারানকে এড়িয়ে কেইলর নাভাসের নাগালের বাইরে দিয়ে খুঁজে নেন জাল। এভারটন থেকে ধারে খেলা ক্রোয়েশিয়ার ভ্লাসিচের গোলে এগিয়ে যায় সিএসকেএ। এরপর বেশ কয়েকবার আক্রমন সানায় দুই দল। বিশেষ করে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিক্ষিত গোল আর আসেনি।শেষ পর্যন্ত সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হারতে হয় মদ্রিচের রিয়ালকে।

টানা তিন ম্যাচে গোল বঞ্চিত থাকার মধ্য দিয়ে প্রায় ১২ বছর পর এমন দুঃসময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০০৭ সালের জানুয়ারিতে এমন বাজে সময় পার করেছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
 

Bootstrap Image Preview