Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘মাসুদ রানা’ নিয়ে জাজের নতুন চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


প্রতিবারই নতুন সব চমক আর ধামাকা নিয়ে দর্শকদের চমকপ্রদ করে আসছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’। আবারো দর্শকদের অবাক করে দিতে প্রতিষ্ঠানটির নতুন চমক ৫০ কোটি টাকা বাজেটের ‘মাসুদ রানা’। সম্প্রতি ‘মাসুদ রানা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আব্দুল আজিজ জানান, ভিন্ন ধরণের পরিকল্পনা করা হয়েছে মাসুদ রানা নিয়ে। ষাটের দশকের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র অবলম্বনে অনেকটা বড় পরিসরেই নির্মাণ করা হবে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি। আর এই মাসুদ রানা দিয়েই বাংলাদেশর চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে। যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার সিনেমা, তাই সিনেমাটি বানানো হবে আন্তর্জাতিক মানের।

চলচ্চিত্রটির স্ক্রিপ্ট নিয়ে আব্দুল আজিজ বলেন, ‘কাজী আনোয়ার হোসেন স্যার এর মাসুদ রানার প্রথম পর্ব ধ্বংস পাহাড় এর মূল গল্প ঠিক রেখে-নতুন করে যুগোপযোগী করে গল্প সাজিয়েছে এ প্রজন্মের তরুণ লেখক এবং মাসুদ রানার ভক্ত ‘নাজিমুদ্দোউলা’। অসম্ভব ভালো লিখেছে। জাজ এবং বাংলাদেশ চলচ্চিত্র এক নতুন মেধাবী লেখক পেল। এরপর স্ক্রিপ্ট ইংরেজি অনুবাদ করে হলিউডে পাঠাই, আন্তর্জাতিক মানসম্পন্ন করতে। হলিউড থেকে এসেছে তার কমপ্লিট স্ক্রিপ্ট।’

ফেসবুকে স্ট্যাটাস ছবিটির পরিচালক সম্পর্কেও জানান দিয়ে তিনি বলেন, ‘কে হবে মাসুদ রানা, টিভিসি টি তৈরী করেছেন অমিতাভ রেজা। এবং খুব ভালো বানিয়েছেন। তাই প্রথমে তাকেই পরিচালনার প্রস্তাব দেই। কিন্তু তার কথা হলো এক মিনিটের টিভিসি বানানো আর সম্পূর্ণ সিনেমা বানানো এক কথা নয়। কিন্তু তিনি মাসুদ রানার সাথে যুক্ত থাকতে চান। ইনশাল্লাহ তিনি মাসুদ রানা এর সাথে যুক্ত আছেন। তারপর শুরু হলো পরিচালক খোঁজা। শেষ পর্যন্ত অমিতাভ ভাই ও আমি, হলিউডের এক পরিচালককে ফাইনাল করলাম। যিনি একটি সাইন্স ফিকশনসহ ৩টি সিনেমা তৈরি করেছেন এবং তার ঝুলিতে কিছু অ্যাওয়ার্ডও আছে। তিনি এক টগবগে তরুণ।’

এদিকে ছবিটির অ্যাকশন কে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মাসুদ রানার জন্য-অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ। অ্যাকশন হতে হবে হলিউড মানের এবং ২০১৯ সালের। তাই অ্যাকশন ডিরেক্টর নেয়া হচ্ছে হলিউড থেকে। Mr. Phil Tan. তিনি এর আগে Inception, Transformer, Blood Sport2, Pirates of the Caribbean সহ অনেক সিনেমার অ্যাকশন ডিরেক্টর ছিলেন। সম্পূর্ণ টেকনিক্যাল টিম হলিউড এর এবং VFX হবে হলিউডে।’

ছবিটির শুটিং,অভিনেতা-অভিনেত্রী নিয়েও তার স্ট্যাটাসে চমক রেখেছেন আব্দুল আজিজ। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি হলিউড, ভারত ও চীনের শিল্পীরা এতে অভিনয় করবেন বলে জানান তিনি।

আব্দুল আজিজ বলেন, ‘অভিনেতা/অভিনেত্রী-গল্পে চরিত্র যে দেশের, অভিনেতা/অভিনেত্রী নেওয়া হবে সেই দেশ থেকে। যেমন : মাসুদ রানা, রাহাত খান, সোহানা, সলিল, কবির চৌধুরী-হবে বাংলাদেশের শিল্পীরা। সুলতা-হবে ভারতের কেউ। শেরডন একজন আমেরিকান মাফিয়া, তাই এই শিল্পীকে নেওয়া হবে হলিউড থেকে, কোনো এক পরিচিত মুখ। ইতিমধ্যে ৩ জনের সাথে কথা হয়েছে (সংগত কারণেই নাম বলছি না)। এছাড়া থাকবে একজন চাইনিজ মেয়ে। MR9 (মাসুদ রানার সাংকেতিক নাম) Girl হবে ৩ জন। একজন বাংলাদেশি, একজন ভারতীয় ও একজন চাইনিজ।’

উল্লেখ্য, ছবিটির শুটিং হবে ৫০% হলিউডে। ৪০% বাংলাদেশ এর পার্বত্য জেলা গুলিতে। আর বাকি ১০% হবে চীন/থাইল্যান্ড/দুবাই। মাসুদ রানা ছবিটি ইংলিশ এবং বাংলা এ দু’টি ভাষায় শুট হবে। ইংরেজি নাম হবে ‘MR9’ এবং বাংলা নাম ‘মাসুদ রানা’। চলচ্চিত্রটি নির্মাণ করবেন হলিউডের পুরস্কারপ্রাপ্ত নির্মাতারা।

মাসুদ রানার প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৫০ কোটি টাকা। চলচ্চিত্রটি নির্মাণ করছেন হলিউডের পুরস্কারপ্রাপ্ত নির্মাতারা। এছাড়া হলিউড থেকে নেয়া হচ্ছে ডিওপি, অ্যাকশন পরিচালক। তাছাড়া সম্পূর্ণ টেকনিক্যাল টিম হলিউডের।

Bootstrap Image Preview