উপরের হেড লাইন দেখে ভাবনায় পড়ে যেতে পারেন।বলতে পারেন এটা কি? কোন ফুটবল টুর্নামেন্ট, নাকি কোন ক্লাবের নাম? এবার এই সব ভাবনা ছেড়ে বেরিয়ে আসুন।জেনে নিন ‘কারা হবে ফুটবলবাজ’ কি?
এক সময় আমাদের দেশের জনপ্রিয় খেলা ছিলো ফুটবল।বাঙালি ফুটবল পাগল নামে বেশ খ্যাতিও আছে।আমাদের দেশের মানুষ কতটা ফুটবল ভক্ত।সেটা ফুটবল বিশ্বকাপ আসলেই বুঝা যায়। ফুটবলের জন্মলগ্ন থেকেই বাঙালির রক্তে যেন বইছে। কিন্তু কালের বিবর্তনে হয়তো কিছুটা ভাটা পড়েছে। হারিয়ে যাচ্ছে দেশের ফুটবল উন্মাদনা।
দেশের ক্রিকেট যেখানে তরতর করে এগিয়ে যাচ্ছে সেখানে দূর থেকে বহুদূর পিছিয়ে যাচ্ছে ফুটবল।দেশের ফুটবল নিয়ে কেউ এখন আরে গভীর ভাবে ভাবে না।যারা ভাবার জন্য আছেন তারা সেফ দায়িত্ব পালন করার দরকার তাই করে। এর বাহিরে তাদের দেশের ফুটবল নিয়ে ভাবার কোন শক্তি নেই।
কিন্তু তাতে কি? দেশের ফুটবলকে উজ্জীবিত করতে ভাবার অনেকেই আছেন। তাদের মধ্যেই নিই স্পোর্টস এবং আরএসপি স্পোর্টস ট্যুরস মিলে আয়োজন করেছে "কারা হবে FOOTBALLBZZ"। দেশের তরুণ প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করায় এদের প্রধান উদেশ্য।
এবার হয়তো বুঝতে পেরেছেন "কারা হবে FOOTBALLBZZ"? হ্যাঁ, যাদের জন্ম ২০০২ সালের ১লা জানুয়ারি কিংবা এর পরে তারাই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দেশসেরা ১৫ জনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে স্পেনের মাদ্রিদে।
ভাবছেন কি ভাবে রেজিস্ট্রেশন করবেন? এখানে অংশগ্রহনের নিয়মাবলী কি কি? কোথায় কি ভাবে যাচাই বাছাই হবে? রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার নিয়মঃ রেজিস্ট্রেশন ফি ২১০ টাকা আমাদের বিকাশ নাম্বারে সেন্ড করতে হবে। রেজিস্ট্রেশন ফি জমা দিতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ১/ *২৪৭# ডায়াল করে বিকাশ মেনু তে যান। ২/ পেমেন্ট অপশন এ যাওয়ার জন্য ৩ প্রেস করুন। ৩/ আমাদের মার্চেন্ট একাউন্ট নাম্বার 01711933880 দিন। ৪/ টাকার এমাউন্ট এ ২১০ বসান। ৫/ রেফারেন্স নাম্বার হিসেবে আপনার নাম দিন। ৬/ কাউন্টার নাম্বার হিসেবে যেকোনো একটি নাম্বার দিন। ৭/ এখন আপনার পিন নাম্বারটি দিন এবং সেন্ড করুন। টাকা সেন্ড হওয়ার পর আপনার ট্রাঞ্জেকশন আইডি (TrxId) নিচের বক্স এ বসিয়ে সাবমিট করুন।
সাবমিট করার পর আপনার ফরম যাচাই-বাছাইয়ের পর সঠিক হলে, আপনাকে প্রবেশফরম পাঠানো হবে। যেটি আপনার অঞ্চলের পরীক্ষার দিন প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে। আর সাথে জন্মনিবন্ধনের ফটোকপিও নিয়ে আসতে হবে।
বাছাই প্রক্রিয়াঃ আমরাই প্রথম গতানুগতিক বাছাই প্রক্রিয়ার বাইরে এসে সকলের অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফুটবলের চার বিভাগে নির্দিষ্ট এবং আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাগুলো হবে পয়েন্ট সিস্টেমে। সর্বোচ্চ পয়েন্টধারীরাই পরের রাউন্ডে উত্তীর্ণ হবে।
বিচারকঃ সাবেক ফুটবলার, এএফসি লাইসেন্সধারী কোচ এবং রেফারীরা বিচারক হিসেবে থাকবেন।
প্রাথমিক বাছাইঃ প্রাথমিক বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশকে ২৭টি ভাগে ভাগ করা হয়েছে। রেজিস্ট্রেশোন প্রক্রিয়া শেষ হলে ইভেন্টে জানিয়ে দেয়া হবে কোন ভেন্যুতে কবে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৩০ অক্টোবর।রেজিস্ট্রেশন করতে ভিজিট কর https://nesportsofficial.com/footballbazz-registration/।