Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদায় বললেন রাশিয়ান ফুটবল কিংবদন্তী আকিনফিভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


ফুটবলকে আলবিদা জানালেন ‘রাশিয়ান নায়ক’৷ তেকাঠির নিচে তাঁর অনবদ্য গোলকিপিং ঘরের মাঠে রাশিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলেছিল৷ রাশিয়ান সেই অধিনায়ক ইগর আকিনফিভ এবার দেশের জার্সি তুলে রাখলেন৷

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ৩২ বছরের গোলরক্ষক৷ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাশিয়ার হয়ে ১১২ টি ম্যাচ খেলেছেন আকিনফিভ৷ অবসর নিয়ে তাকরা গোলকিপার বলেছেন, ‘প্রতিটি গল্পের একটা শুরু ও শেষ থাকে৷ দেশের হয়ে আমার পথ চলাটা এখানেই শেষ করলাম৷’ ১৮ বছর বয়সে দেশের জার্সিতে ২০০৪ সালে দেশের জার্সিতে আকিনফিভের আত্মপ্রকাশ হয়৷

দেশের মাটিতে রাশিয়া বিশ্বকাপে তাঁর গোলকিপিং ফুটবলমহলে হাততালি কুড়িয়েছে৷ প্রি-কোয়ার্টারফাইনালে স্পেনের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে শ্যুটআউটে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন আকিনফিভ৷ নির্ণায়ক পেনাল্টি শ্যুট আউটে তাঁর কাছেই হারতে হয়েছিল(রাশিয়ার পক্ষে ফল ৪-৩) ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়ন দলকে৷ পেনাল্টির শেষ শটটি আকিনফিভের পায়ে লাগে৷ এরপর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল রাশিয়া৷ এবার অবশ্য ইগর ম্যাজিক কাজ করেনি৷ পোনাল্টিতে রাকিতিচদের কাছে ইগররা হারে ৪-৩ ব্যবধানে৷

অবসরের দিনে আবেগঘন হয়ে পড়েন ইগর৷ রাশিয়ান গোলরক্ষক জানিয়েছেন, ‘কেরিয়ারের সেরা মুহূর্ত অবশ্যই দেশের মাটিতে বিশ্বকাপে অধিনায়কত্ব করা৷ কেরিয়ারের সেরা সময় এই সুযোগ পেয়েছিলাম৷ এককথায় স্বপ্নপূরণ৷ দেশকে সার্ভিস দিতে পেরে আমি গর্বিত৷’ সঙ্গে তিনি জুড়েছেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে মনে কোনও দ্বন্দ্ব নেই৷’

Bootstrap Image Preview