Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, জুন ২০২৪ | ১০ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীদের সচেতনতার জন্য নগ্ন হলেন সেরেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview


এবার ক্যান্সার সচেতনতায় নগ্ন হয়ে গান গেয়েছেন সেরেনা উইলিয়ামসোশ্যাল মিডিয়ায় যুগে যেখানে মুহূর্তেই ট্রোলড হওয়ায় ভয় থাকে সারাক্ষণ সেখানেই জনসচেতনার কারণে এমন সাহসী পদক্ষেপ মার্কিন টেনিস তারকার৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে অনাবৃত বক্ষে হাত রেখে স্তন ক্যান্সারের সচেতনতায় এগিয়ে এসেছেন এই টেনিস কিংবদন্তি৷ উল্লেখ্য অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস ধরা হয়৷ মাস শুরুর একদিন আগেই প্রচারে নেমে পড়লেন সেরেনা৷ অনাবৃত অবস্থায় ৩৭ বছরের টেনিস তারকা নব্বইয়ের দশকে জনপ্রিয়আই টাচ মাইসেল্ফগানটি গেয়েছেন৷

ইনস্টাগ্রামে স্পেশ্যাল ভিডিওটি প্রকাশ করে ২৩ টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন সেরেনা লিখেছেন, ‘স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষ্যে এই ভিডিওটি রেকর্ড করলাম৷ আমি বলছিআই টাচ মাইসেল্ফ আসুন সবাই এবার সচেতন হই, স্তনের যত্ন নিই৷ নিয়মিত চেকআপ করাই৷ শুরুতেই রোগের ধরা পড়াটা জরুরী৷

Bootstrap Image Preview