Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ত্বক সুন্দর রাখতে আমলকির ব্যবহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


আমলকি ত্বকের যত্নে বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এটি বার্ধক্যরোধী উপাদান হিসেবে কাজ করে। এটি ত্বককে নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে।

তাহলে দেরি না করে ত্বক সুন্দর রাখতে আমলকির ব্যবহারের কথা জেনে নিন-

আমলকি, হলুদ ও দইয়ের মিশ্রণ

উপাদান-

  • দুই টেবিল চামচ আমলকির গুঁড়া
  • এক চিমটি হলুদ
  • দুই টেবিলচামচ দই

যেভাবে তৈরি করবেন-

  • একটি পাত্রের মধ্যে আমলকির গুঁড়া ও এক চিমটি হলুদ গুঁড়া নিন।
  • এর মধ্যে দই দিন এবং ভালো করে মেশান।
  • মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগান।
  • একে মুখ ২০ মিনিট রেখে দিন। এই ক্ষেত্রে কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না। শুধু পানি দিয়ে মুখ ধোন।

কীভাবে এই মিশ্রণটি কাজ করে-

আমলকির গুণগুলো তো এই মিশ্রণটি থেকে পাওয়া যায়ই, তবে এর পাশাপাশি এখানে রয়েছে হলুদ। হলুদে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি ব্রণ কমায়, ত্বককে উজ্জ্বল করে।

এ ছাড়া মিশ্রণটিতে আরো রয়েছে দই। দইয়ের মধ্যে রয়েছে ত্বক ঠাণ্ডা করার উপাদান, রয়েছে ল্যাকটোজ অ্যানজাইম। দই ত্বক থেকে ময়লা কমায়।

তাই ত্বক সুন্দর রাখতে আমলকি, দই ও হলুদের এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

Bootstrap Image Preview