Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার আকাশপথে উড়বে ট্রেন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিমান ছাড়া এতদিন মানুষ রোপওয়ের মাধ্যমে আকাশপথ পরিভ্রমনের সুযোগ পেতেন৷এবার আকাশপথে উড়বে ট্রেন৷পরিবহন প্রযুক্তিকে সাধারণ মানুষকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে চীন।

জানা গেছে, চীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে এই নতুন প্রযুক্তির।

চীনা ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলির চেয়ে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই 'স্কাইট্রেন'।৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে৷ ঘন্টায় ৭০ কিমি বেগে ছুটবে এই ট্রেন৷

আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে৷ ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছতে পারবেন গন্তব্যে৷ যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ৷

তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন৷ যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে৷ রিপোর্টের তথ্য অনুসারে, বিশ্বের মধ্যে স্কাইট্রেন তৈরিতে চিন রয়েছে তৃতীয়স্থানে৷ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি এবং জাপান৷

Bootstrap Image Preview