Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজ এসএটিভে গাইবেন নবনিতা চৌধুরী ও লাবিক কামাল গৌরব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


টেলিভিশন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নবনিতা চৌধুরী ও সঙ্গীত পরিচালক লাবিক কামাল গৌরব আজ রাত ১১টায় এসএটিভে গান গাইবেন।

আজ রাত ১১ থেকে ১টা পর্যন্ত বিভিন্ন ধরনের গান পরিবেশন করবেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।

সংবাদপত্র, টেলিভিশন ও বিবিসি রেডিওতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালে একাত্তর টেলিভিশনে কাজ শুরু করেন নবনীতা চৌধুরী। রাজনৈতিক খবর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন তিনি।

এইচএসসি পরীক্ষা দিয়েই ভোরের কাগজের সহ-সম্পাদক হিসেবে বার্তা কক্ষে যোগ নবনীতা চৌধুরী। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এ সময় একুশে টেলিভিশনের ‘দেশজুড়ে’ অনুষ্ঠানের গবেষক হিসেবে সুযোগ মেলে নতুন চ্যালেঞ্জের। একুশে টেলিভিশন বন্ধ হয়ে গেলে, নবনীতা যোগ দেন বিটপি এডভার্টাইজিং এজেন্সিতে। এলএলবি অনার্স ফাইনাল পরীক্ষার সময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে প্রযোজক ও ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজের জন্য নির্বাচিত হন তিনি।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের চাকরি ছেড়ে ঢাকায় ফিরে আইস মিডিয়া লিমিটেডের পরিচালক হিসেবে লাইফস্টাইল ম্যাগাজিন ‘চারবেলা চারদিক’ সম্পাদনা করেন এবং আইস টুডে, আইস বিজনেস টাইমস, বেঙ্গল বারতা এবং শিল্প সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘যামিনী’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তর টেলিভিশনে ‘একাত্তর জার্নাল’ এবং ‘একাত্তর সংযোগ’ সঞ্চালনা তাকে একজন সাহসী ও স্পষ্টভাষী সাংবাদিক হিসেবে বিপুল জনপ্রিয়তা এনে দেয়।

নবনীতা চৌধুরী বর্তমানে ডিবিসি নিউজের সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

Bootstrap Image Preview