Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তৈমুরের আয়ার মাসিক বেতন কত?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর আলি খান জন্মের পর থেকেই লাইমলাইটে। তাকে দেখভালের জন্য সবসময় এক নারীকে সঙ্গে থাকতে দেখা যায়। তার নাম সবত্রি।

তৈমুরকে দেখাশোনার জন্য মাসে কত টাকা পান এই আয়া?

জানা যায়, তৈমুরের আয়ার মাসিক মূল বেতন দেড় লাখ রুপি। এটা এক লাখ ৭৫ হাজারে পৌঁছায়, তবে তা নির্ভর করে তিনি অতিরিক্ত কত সময় ঘরে থাকছেন তার ওপর। এই শিশুর সাথে অতিরিক্ত যত ঘণ্টা ব্যয় করেন, তার ওপর ভিত্তি করে অর্থ পান। তাঁর জন্য রয়েছে একটি গাড়ি। আর বিদেশ ভ্রমণ তো আছেই।

মুম্বাইয়ের জুহুতে হাই-প্রোফাইল এজেন্সি আছে, যারা সেলিব্রেটিদের সন্তানের জন্য গৃহকর্মী ঠিক করে দেন। নিয়োগের আগে গৃহকর্মীর অতীত, পরিবার সম্পর্কে ভালোভাবে জেনে নেয় ওই এজেন্সি। মেডিক্যাল ইতিহাস থেকে আর্থিক অবস্থা, সবকিছুই বিস্তারিত জানে তারা। পুলিশ প্রতিবেদনসহ সব ডকুমেন্ট হাতে পাওয়ার পর এজেন্সি অভিভাবকদের নিশ্চিত করেন।

Bootstrap Image Preview