বিভিন্ন সময় যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের পর এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।
জানা যায়, ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় বিবেক অগ্নিহোত্রী শুটিং সেটের মধ্যেই তনুশ্রীকে অপমান করেন। তিনি তনুশ্রীকে বলেন, ‘জামা কাপড় খুলে ফেল। সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে গিয়ে নাচ।’
তবে পরিচালকের এমন কথায় ক্ষেপে যান সুনীল শেঠি ও ইরফান খান। তারা বিবেক অগ্নিহোত্রীর সেই আজব দাবির বিরোধিতা করেন। কেন তনুশ্রী দত্তকে তাঁদের সামনে নাচতে হবে? তারা অভিনয় করতে জানেন। শুটিংয়ের মধ্যে কাকে কী করতে হবে, তা জানা আছে। তাই কিছু করার কোন প্রয়োজন নেই বলে চেঁচিয়ে ওঠেন ইরফান খান।
তনুশ্রী বলেন, ‘এখনও বেশ কিছু ভাল মানুষ রয়েছেন ইন্ডাস্ট্রিতে। সেই কারণে বিবেক অগ্নিহোত্রীর মত মানুষরা প্রকাশ্যে অভিনেত্রীদের সবসময় শ্লীলতাহানি করতে পারে না।’