এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বিতর্কীত সিদ্ধান্তের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রড টকার। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৪১ তম ওভারে বাংলাদেশে ওপেনার লিটন দাশকে 'বিতর্কিত' আউট ঘোষণা দেন। যাতে ক্ষুদ্ধ হয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ডিজেবল (বাতিল) করে দিয়েছে।ডিটি টাইগারর্স সোশ্যাল মিডিয়া সিকিউরিটি টিমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এশিয়া কাপের ফাইনালে লিটন দাসকে ভারতীয় উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির স্ট্যাম্পিং আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় সামাজিক মাধ্যমে। যেখানে ধারাভাষ্যকাররাই ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে বললেও থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার আউট দিয়ে দিয়েছেন লিটনকে। এতে তার ইনিংসের পরিসমাপ্তি ঘটে ১২১ রানে।
৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।
এর আগে, ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেছিলেন। ওই রিপোর্টের পরও তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এছাড়াও বাংলাদেশ-ভারতের মধ্যে ম্যাচে বাজে আম্পায়ারিং আলোচনায় এসেছিল। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে একাধিক সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।