Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি ডকু-ড্রামার ট্রেলর প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ PM

bdmorning Image Preview


আজ (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। তাকে সম্মান জানিয়ে হাসিনা অ্যা ডটারস টেল নামের ডকু-ড্রামার ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতা রেজাউর রহমান খান পিপলু। দীর্ঘ পাঁচ বছর পরিশ্রম করে হাসিনা নির্মাণ করেছেন এই নির্মাতা।

অনলাইনে ট্রেলারটি প্রকাশ হওয়ার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ, তারকা থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের অনেকেই ট্রেলারটি শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের মাত্র পৌণে তিন মিনিটের ট্রেলার দিয়েই চারদিকে সাড়া পড়ে গেছে।

সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু পরিচালিত এ ডটারস টেল প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। অক্লান্ত প্রচেষ্টার পর ৭০ মিনিটের এই চলচ্চিত্র নির্মিত হয়।

চলচ্চিত্রে পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিণত করেছেন নিজস্ব আদলে। পিপলু হাসিনাকে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায়। কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের আপা হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তাঁর ব্যক্তিসত্তাকে।

Bootstrap Image Preview