বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নোলক’ এর পরিচালক রাশেদ রাহার বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি ৫ লাখ টাকা আত্মসাত করেছেন এই নির্মাতা। শাহাদাৎ হোসেন সাগর নামে নাটকের এক প্রযোজক বিমানবন্দর থানায় এই অভিযোগ দায়ের করেছেন।
প্রযোজক শাহাদাৎ হোসেন অভিযোগ করে জানান, কিছুদিন পূর্বে নির্মাতা রাশেদ রাহার সঙ্গে কিছু কাজের পরিকল্পনা করেন তিনি। তার সঙ্গে বেশ কিছু নাটক-টেলিছবি নির্মাণের কথা ছিলো। আর সেই কাজের জন্যই ৫ লাখ টাকা নিয়েছিলো রাশেদ রাহা। কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও কোনো নাটক থেকে কোনো লভ্যাংশ দেয়া হয়নি প্রযোজক শাহাদাৎ হোসেনকে।
শাহাদাৎ হোসেন বলেন, ‘রাশেদ রাহাকে বারবার বলেছি যেন আমার টাকা ফেরত দেয়া হয়। সে তাও দিচ্ছে না। তাকে অনেক সময় দেয়া হয়েছে কিন্তু টাকাটা ফেরত দেয়নি। বাধ্য হয়ে আমাকে আইনি ব্যবস্থা নিতে হলো। আমি থানায় অভিযোগ করেছি। আমি মামলা করবো। আইনি ব্যবস্থা নেয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছি না।’
এই অভিযোগ প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, ‘রাশেদ রাহা নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে কোনো মামলা হয়নি। তাই অভিযুক্তের সঙ্গে কথা বলে টাকা-পয়সার ঝামেলা মিটিয়ে নেয়ার পরামর্শ দিয়েছি।’