শুরু হয়েছে ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ১২তম মৌসুম। এবারের প্রতিযোগীদের মধ্যে একটি জুটি সকলের নজর কেড়েছে। তারা হলেন ৬৫ বছর বয়সী জনপ্রিয় ভজনশিল্পী অনুপ জালোটা ও তার প্রেমিকা ২৮ বছর বয়সী জ্যাসলিন মাথারু।
অনুপ জালোটার সঙ্গে সাড়ে তিন বছর ধরে প্রেম করছেন জ্যাসলিন। তাদের প্রেমের কথা এতদিন গোপন ছিলো। বিগ বসে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে।
এরই মধ্যে জনপ্রিয় এ গায়ককে নতুন বিতর্কে জড়ান অনীশা সিং শর্মা নামের এক টিভি অভিনেত্রী। অনুপের বিরুদ্ধে তিনি যৌন হেনস্থার অভিযোগ আনেন। অনীশার অভিযোগ, তার সঙ্গে জুটি বেঁধে ‘বিগ বস’ এ প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিশ্রুতি দিয়ে যৌন মিলনে লিপ্ত হয়েছেন অনুপ জলোটা। শুধু তাই নয় গত ছ’মাসে তার সঙ্গে অনুপ দু’বার মিলিত হয়েছেন। তাকে ভোগ করার তৃপ্তি মিটে যাবার পর থেকেই এড়িয়ে চলা শুরু করেন অনুপ। এসময় অনীশার ফোন ধরা থেকেও বিরত থাকে সে।
সম্প্রতি অনীশা সিং দাবি করেছেন, অনুপের সঙ্গে জ্যাসলিনের ঘনিষ্ঠতা নাকি গত বছরই এমন পর্যায়ে পৌঁছেছিল, যে তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তাকে গর্ভপাতও করাতে হয়েছিল।
তিনি আরো দাবি করেন, অনুপের দায়িত্বজ্ঞানহীন শারীরিক সম্পর্কের জন্যই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। অনুপ নাকি তাকে বলেছিলেন, জসলিন প্রতারণা করছেন। জসলিনের নাকি ব্রিটেনের এক যুবকের সঙ্গে প্রেম রয়েছে।