এশিয়া কাপ খেলতে এখন দুবাই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সেই সুবাদে স্ত্রী ও কন্যাও তাঁর সাথে আছে।সেখানে থেকে স্ত্রী ও কন্যার সাথে একটি ছবি নিজের ফেসবুক ফ্যান ফেজে শেয়ার করেছেন সাকিব। এর পরেই শুরু হয়েছে কিছু মানুষের নোংড়া কমেন্ট।আর এই কমেন্ট গুলো এতোটাই বিশ্রী সাকিব নিজে দেখলেও বিশ্বাস করতে পারবে না যে তাঁর ভক্তরা তাকে কত ভালোবাসে।
গতমাসে পবিত্র হজ পালন করেছেন সাকিব। তাই ভক্তরা তাকে হাজী সাকিব বলেন। সাকিব নিজেও এখন ধর্মঅনুরাগী।কিন্তু তার পরেও কিছু নোংড়া মনের মানুষ এই পরিবারটার পিছু ছাড়ছে না।সুযোগ পেলেই বাজে ভাষায় তাঁর স্ত্রীকে নিয়ে মন্তব্য করে।
ফেসবুকে সাকিবের দেওয়া ছবিতে অনেকেই নানান ভাবে কমেন্ট করেছেন। সেখানে, প্রতি দশ জনের সাত জনের মন্তব্যই খারাপ। এমন কিছু কমেন্ট তুলে ধরা হলো।
Lutfur Rahman হাজী সাপ বউরে এখনো ইহরাম পড়ায়া রাখছে ।
Jowel Rana হাজি সাব হজ্ব করলেই দায় শেষ হয়ে যায় না, নিজেকে হাজি হিসেবে অক্ষুন্ন রাখতে চাইলে, বউ এর পর্দার প্রতি মনোযোগ দেন, তা না হলে আপনার ভালবাসা আপনাকে টেনে জাহান্নামে নিতে একাই যথেষ্ট....
MD Milon Miya ভাই আসসালামু আলাইকুম সাকিব ভাই আপনি হজ করার পর অনেক পরিবর্তন হয়েছে আপনার কিন্তু আপনার পরিবারের পরিবর্তন দরকার আমি বলবো শিশির ভাবি যেন হিজাব পরে।
Kibria Kamal Mohammad Nije hajj korlen othoso nijer bou k eivabe public k dekhan kno vai?
Talukdar Aman আসোল কথা হচ্ছে কয়লা ধুইলে ময়লা যায় না।
Daud Khandakar সাকিব ভাই তুমি হজ্ব করে নিজকে শুধরে নিলে,কিন্তু বিবি টাকে ও শুধরে নিলেনা।নিজের সাথে সাথে বিবি টাকেও সেই পথে নিতে ধাবিত কর???
এমন আরও অনেকেই এই ধরণের কমেন্ট করেছেন।কিন্তু অনেক সাকিবভক্তরা আবার তাঁর প্রতিবাদও করেছে।তবে আমাদের দেশের গর্ব যিনি। যার জন্য বাংলাদেশের মুখ উজ্জ্বল সেই মানুষটাকে নিয়ে এই ধরণের মন্তব্য কষ্টদায়ক।হয়তো সাকিব কমেন্ট গুলো দেখলে কষ্ঠও পেতে পারেন।