Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো থাকলেও নেই সালাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ AM

bdmorning Image Preview


সোমবার লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা দেয়া হয়েছে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’।২০১৮-এর বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড়ে পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। পুরস্কার দখলের লড়াইয়ে তিনি পিছনে ফেলেছেন সেরা তিনে থাকা অন্য দুই ফুটবলার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মিশরের মোহম্মদ সালাহকে। অনুষ্ঠানে ঘোষণা করা হয় বর্ষসেরা একাদশ। এই একাদশে জায়গা পেয়েছেন মেসি ও রোনালদো।

২০১৮ এর বর্ষেসেরা একাদশে রিয়াদের আধিপত্ত্য রয়েছে। রোনালাদোসহ বর্ষসেরার একাদশে রয়েছে রিয়ালের ৫ ফুটবলার। এর পরেই চেলসির দুই ও পিএসজির দুই ফুটবলার জায়গা পেয়েছেন। এছাড়া ম্যানউই ও বার্সার একজন করে ফুটবলার রয়েছে। তবে এই একাদশে জায়গা হয়নি পিএসজির সেরা স্টাইকার নেইমার ও লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। 

ফিফা বর্ষসেরা একাদশ :

ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), দানি আলভেস (পিএসজি), রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ), এনগোলো কান্তে (চেলসি), ইডেন হ্যাজার্ড (চেলসি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, বর্তমানে জুভেন্টাস)।

Bootstrap Image Preview