নাজমুল ইসলাম অপুর নাগিন ড্যান্স টাইগার ক্রিকেটপ্রেমীদের কাছে এখন একটি জনপ্রিয় ড্যান্স। এই নাগিন নাচ প্রায় খেলায় দিয়ে থাকেন অপু।কিন্তু গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর মুশফিকুর রহিমকে দেখা গেলো হাত-পা ছেড়ে নাচতে।যে নাচে মাতাল এখনো টাইগারভক্তরা।
গতকাল শেষ বলে আফগানিস্তানের দরকার ছিল ৪ রান। মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিটি সরাসরি মুশফিকের হাতে যাওয়ার পরই খুশিতে আত্মহারা হয়ে উঠে মুশি।
খানিক বাদেই দেখা গেল তার ব্যতিক্রমী উদযাপন। অনেকটা ডোয়াইন ব্রাভোর 'চ্যাম্পিয়ন ড্যান্সের' মতো নাচতে থাকলেন মুশফিক।
মুশফিকের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। মুশফিকের এমন নাচের দেখা আগেও মিলেছিল। তবে সেটা ছিল দলের বিখ্যাত 'নাগিন ড্যান্স'-এর আদলে। সেবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জিতিয়ে ব্যাট প্যাড পড়ায় অবস্থায়ই সাপের মতো ফনা তুলে নাচ দেখিয়েছিলেন মুশফিক।