Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'গুম' মামলা দিয়ে ফাঁসানোর ১৬ দিন পর গুম হওয়া মহারাজ উদ্ধার

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পিরোজপুরে ব্যবসায়িক কলহের জেরে এক ব্যাবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যে 'গুম' মামলার ১৬ দিন পর গুম হওয়া যুবক মহারাজ তালুকদারকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভিকটিম ওই যুবকে কাউখালী মহাবিদ্যালয়ের পেছনে নদীর পাড়ের রাস্তা থেকে থানার এসআই মজিবুল হক উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ভলবদ্রপুর গ্রামের লিটন তালুকদারের ছেলে ভিকটিম মহারাজ। কিছুদিন পূর্বে মহারাজের পরিবার থানায় একটি গুম মামলা দায়ের করে। গত ৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় এলাকার লঞ্চঘাট সড়কের আজিজ খার শ' মিলের পাশে রাস্তা থেকে অপহরণের পর গুম করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনার পরদিন প্রতিবেশী মো. ছাব্বির হোসেনসহ চার জনকে আসামি করে নিখোঁজ ওই যুবকের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি গুম মামলা দায়ের করেন। পরে পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিম যুবককে উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে ঘটনার ১৬ দিন পর ওই যুবককে উদ্ধার করে।

এদিকে উদ্ধার হওয়া যুবক মহারাজ তালুদার পুলিশকে জানান, সে গুম মামলার বিষয়ে কিছুই জানেন। তাকে কেউ অপহরণ কিংবা গুম করেনি।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন,'গুম মামলাটি হয়রানীমূলক। তদন্ত করে ভিকটিমকে উদ্ধার করে আদালতে সোপর্দ করা হয়েছে।'

সাজানো মামলায় অভিযুক্ত আবুল কালাম বলেন, 'ব্যবসায়িক কলহের জের ধরে আমাকে এবং আমার পরিবারকে হয়রানীর করতে এ মিথ্যা গুম মামলা দায়ের করা হয়।'

Bootstrap Image Preview