অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা ২৮ বছরের এক নারী সপ্তাহে মাত্র ১৬ ঘণ্টা ঘর পরিষ্কারের কাজ করে মাসে আয় করেন প্রায় সাড়ে চার লাখ টাকা ।
তিনি জানিয়েছেন, যখন থেকে তিনি কোন পোশাক না পরে ঘর পরিষ্কার করার কাজ শুরু করেন, তখন থেকেই তার রোজগার কয়েকগুণ বেড়ে গেছে ৷ এখন তো তিনি আগের তুলনায় অনেক কম সময় কাজ করেন।
তবে তাদের কাজে নিয়োগ করার আগে, বাড়ির মালিকদের কিছু নিয়ম জানিয়ে দেওয়া হয় নিয়োগকারী কোম্পানির তরফ থেকে। যেখানে নারীদের সঙ্গে কথা বলা এবং তাদের দূর থেকে দেখার অনুমতি দেওয়া হয়। তবে শরীর স্পর্শ করা নিষেধ।
এই ধরনের কাজ করেন যে সকল নারী, তাদের আশা খুব তাড়াতাড়ি এই পেশাকে মুখ্য ধারায় নিয়ে আসার প্রচেষ্টা শুরু হবে।
যে কোম্পানির হয়ে তিনি কাজ করেন তাদের মতে, পোশাকহীন অবস্থায় কাজ করার পদ্ধতিটি বেশ অভিনব এবং আকর্ষনীয়ও বটে ৷