Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পটাকা’ গানের টাকা স্কুলে দান করেছেন ফারিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


পটাকা শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রথম গাওয়া গান থেকে আয়ের একটা অংশ শিক্ষার্থীদের পেছনে ব্যয় করবেন বলে জানিয়েছিলেন তিনি। নিজের কথা রাখতেই গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের রাইমনি গ্রামের লে জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আয়ের একটা অংশ তুলে দেন নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমি সব সময়ই চাইতাম একটা স্কুলের সঙ্গে সম্পৃক্ত থাকার। আমি মনে করি, কোনো কাজ যদি একটা লক্ষ্য নিয়ে এগোনো হয়, ওটার একটা বরকত থাকে। তাই তো পটাকা গানের পরিকল্পনা করার সময়ই আমি মনে মনে এই পরিকল্পনাও করি।

তিনি আরো বলেন, আমার মনে হয়, এটা তাদের জন্য জরুরি ছিল। এটা তাদের বেশ কাজে আসবে বলেই আমার মনে হয়। সবচেয়ে বড় বিষয়, তাদের মুখে আজও আমি অন্য রকম হাসি দেখেছি। এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ফারিয়ার গাওয়া প্রথম গানটি। গানের কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। প্রকাশের পর এখন পর্যন্ত গানটি প্রায় অর্ধ কোটিবার দেখা হয়েছে।

Bootstrap Image Preview