Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, ভারতের অবনমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩০ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩০ AM

bdmorning Image Preview


দীর্ঘ সময় পর ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো বাংলাদেশ ফুটবলে দলের। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে অনুসারে ১৯৪ থেকে ধাপ উপরে ১৯৩ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ দল। এদিকে  ফিফা র‌্যাঙ্কিংয়ে একধাপ নেমে গেছে ভারত।

প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে ৯০৭.৪২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল ১১০তম স্থান আর সর্বনিম্ন ছিল ১৯৭তম স্থান। মূলত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে টানা দু’ম্যাচের জয় বাংলাদেশকে এক ধাপ উপরে নিয়ে এসেছে। তবে সাফ চ্যাম্পিয়নশিপ কাপে রানার্স হওয়ার ফিফা র‌্যাঙ্কিংয়ে একধাপ নেমে গেল ভারত। এখন তাদের র‌্যাঙ্কিং ৯৭। 

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে যৌথ ভাবে প্রথম স্থানে অবস্থান করছে বেলজিয়াম ও ফ্রান্স। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ১৯৯২ সাল থেকে র‌্যাংকিং পদ্ধতি চালু করলেও েএমন নজির এর আগে কখনো দেখা যায়নি। দুই দলের ১৭৯২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে।

২৫ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠেছে দেশ দুটি। সেরা দশে থাকা অন্য দেশগুলো যথাক্রমে ব্রাজিল (৩), ক্রোয়েশিয়া (৪), উরুগুয়ে (৫), ইংল্যান্ড (৬), পর্তুগাল (৭), সুইজারল্যান্ড (৮), স্পেন (৯) ও ডেনমার্ক (১০)।

Bootstrap Image Preview