Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পশু ও মৎস সম্পদের প্রতি যত্নশীল হতে হবে: শ্রিংলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দায়িত্বরত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, মানুষের খাদ্যে আমিষ সরবরাহে পশু ও মৎস সম্পদ একটি অন্যতম উপাদান। সে ক্ষেত্রে বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পশু ও মৎস সম্পদের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে।

তিনি আজ রাজধানী ঢাকায় কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নিজ দেশের দেয়া বিনামূল্যে যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, জাতিসংঘ ঘোষিত এমডিজি গোল বাস্তবায়নের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পশু সম্পদ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখন বাংলাদেশ অনেক ক্ষেত্রে পশু পালনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দুপুর ১২ টা ২৯ মিনিটে ফিতা কেটে বিনামূল্যে হস্তান্তরকৃত যন্ত্রপাতির মোড়ক উন্মোচন।

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক ও পশু হাসপাতালের চিফ ভেটেরিনারি অফিসার ফরহাদ হোসেন।  

২৩ লাখ টাকার যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১. এক্স-রে মেশিন, ২. ডায়াথার্মি মেশিন, ৩. অপারেশন টেবিল, ৪. অপারেশন লাইট, ৫. বোনপিনিং মেশিন, ৬. লেজার থার্মোমিটার ও হোফ কাটার মেশিন।

শ্রিংলা বলেন, যন্ত্রপাতিগুলো ৫ বছরের গ্যারান্টি রয়েছে। এরি মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিলে তা সরবরাহকারী প্রতিষ্ঠান নিজ খরচে মেরামত করে দিবে।

Bootstrap Image Preview