Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মার্কিন জোটকে জঙ্গি বিমান দিয়ে সহযোগিতা করবে না হল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview


হল্যান্ড সরকার ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত মার্কিন জোটকে জঙ্গি বিমান দিয়ে আর সহযোগিতা করবে না।

সম্প্রতি ডাচ সরকার এক বিবৃতিতে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোটে হল্যান্ডের এফ-১৬ জঙ্গিবিমান মোতায়েন রাখার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এরপর আর ওই মেয়াদ নবায়ন করা হবে না।

বিবৃতিতে বলা হয়, চলতি বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাচ সরকার ইরাক ও সিরিয়া থেকে নিজের চারটি এফ-১৬ জঙ্গিবিমান দেশে ফিরিয়ে নেবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিরিয়া ও ইরাকে দায়েশবিরোধী যুদ্ধ চালানোর জন্য কথিত সামরিক জোট গঠন করা হয়। হল্যান্ড এত দিন ওই জোটের সদস্য ছিল।

হল্যান্ড সরকারের বিবৃতিতে বলা হয়, চলতি বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাচ সরকার ইরাক ও সিরিয়া থেকে নিজের চারটি এফ-১৬ জঙ্গিবিমান দেশে ফিরিয়ে নেবে।

Bootstrap Image Preview