Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাগামহীন যানজটের কারণে ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০ AM

bdmorning Image Preview


ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জের নিত্যদিনের সঙ্গী যানজট। লাগামহীন যানজটের কারণে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য অবৈধ রিকশা, অটোরিকশা চলাচল বন্ধ এবং সেইসঙ্গে যেখানে-সেখানে গাড়ি পার্কিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে যানজটের এই সমস্যা কোনভাবেই কমিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই।

সরেজমিনে নারায়ণগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, মাত্রাতিরিক্ত রিক্সা নারায়ণগঞ্জ শহরের যানজটের অন্যতম প্রধাণ কারণ। এছাড়াও ব্যক্তিগত গাড়ীও যেখানে সেখানে পার্কিং করা হয়। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এই শহরের বাসীন্দাদের।

এছাড়াও সময়ের সাথে বেড়েছে জনসংখ্যার চাপ কিন্তু সে অনুপাতে প্রশস্ত হয়নি রাস্তা। যার ফলে যানজটের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে না নারয়ণগঞ্জবাসী। পথচারী কামাল হোসেন বিডিমর্নিংকে বলেন, আমাদের শহরের ১নং গেট থেকে চাষাড়া যেতেই আধা ঘন্টা লেগে যায়। অথচ ঢাকায় যেতে আমাদের মাত্র ৩০-৪০ মিনিট সময় লাগে। তিনি বলেন, শহরের যানজট নিরসন হলে আমাদের ভোগান্তির অবসান হবে।

রেশমা আক্তার নামের আরেক পথচারী বিডিমির্নিংকে বলেন, নারায়ণগঞ্জের যানজটের অন্যতম প্রধান কারণ রিক্সা ও প্রাইভেট কার। তাছাড়া নগরীর ১নং গেট থেকে চাষাড়া পর্যন্ত রাস্তাও খুব বেশি প্রশস্ত না যে কারণে হরহামেশা যানজট লেগে থাকে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ বিডিমর্নিংকে বলেন, একটি ড্রেন যখন বড় ও পরিষ্কার থাকে তখন এর ভিতর দিয়ে যত ময়লাই যাক না কেনো ড্রেনে ময়লা আটকে থাকবে না। তদ্রুপ একটি শহরের রাস্তা যখন প্রশস্ত থাকবে ও মানুষ সচেতনার সাথে চলবে তখন কোনো যানজট থাকবে না।

তিনি আরো বলেন, শহরে জনসংখ্যা বেড়েছে। একই সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা কিন্তু সে অনুপাতে রাস্তা প্রশস্ত হয় নাই। তাই যানজট কমানো যাচ্ছে না। তিনি বলেন এ শহরে যানজট কমাতে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। যানজট লেগেই থাকে।

Bootstrap Image Preview