Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জম্মু ও কাশ্মীরে বাস খাদে: নিহতের সংখ্যা বেড়ে ১৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭ AM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে কিশতাওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানিয়েছে পুলিশ।

কিশওয়ার থেকে কেশোয়ানে যাচ্ছিল বাসটি। পাহাড়ি সড়কে মোড় ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসচালক। ফলে বাসটি ৩০০ ফুট নিচে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজে তৎপর হন। গুরুতর আহতদের সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার কিশতোয়ার রাজিন্দার গুপ্ত।

এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশতোয়ারের উপ কমিশনার আংগ্রে সিং রানা।

Bootstrap Image Preview