জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করার জন্য চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে হয়ে গেল ক্লাস সিক্সের ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহে।
নিখোঁজ ছাত্রের পরিবারের দাবি, তাকে কেউ ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছে। আবার পাশাপাশি উঠে আসছে আরও একটি সম্ভাবনার কথা। পরীক্ষার রেজাল্ট খারাপের ভয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যায়নি তো ক্লাস সিক্সের জিত্? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শুরু হয়েছে নিখোঁজ ছাত্রের খোঁজে অনুসন্ধান।
পুলিশ সূত্রে, কাউকে কিছু না জানিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র জিত শীল পালিয়ে গেছে। তার ঘরে একটি চিঠি পাওয়া গেছে। হাতের লেখায় এ চিঠিটি যে জিতেরই লেখা সে বিষয়ে নিশ্চিত করেছে জিতের বাবা-মা ও স্কুল শিক্ষকেরা।
চিঠিতে কী লিখেছে জিত? এ প্রশ্নে এক ভারতীয় সংবাদমাধ্যমকে খড়দহের এক পুলিশ কর্মকর্তা জানান, চিঠিতে জিত জানিয়েছে, বাংলা সিরিয়ালে অভিনয় করতে চায় সে। জনপ্রিয় একটি বাংলা সিরিয়ালে অভিনয় করার জন্যই বাড়ি ছেড়ে যাচ্ছে সে।
তবে কেউ ভুল বুঝিয়ে ছেলেকে নিয়ে গেছে বলে দাবি করছেন নিখোঁজ ছাত্রের পরিবার।
কিন্তু স্কুলের সহপাঠিরা বলছে অন্য কথা। পরীক্ষার ফলাফল দেবার সময় এসেছে। রেজাল্ট খারাপের ভয়ে জিত বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারে। নিখোঁজ জিতের খোঁজে নেমেছে স্থানীয় পুলিশ।