Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের বস্টনে গ্যাস পাইপ লাইনের ৭০ স্থানে বিস্ফোরণ ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪ AM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের ম্যাসাচুসেটসে কয়েক দফা গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। বোস্টন শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বেশ কিছু বাড়িতে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাছাড়া ওই এলাকার শত শত মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তী দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিস্ফোরণে একজন নিহত ও ১২ জন আহত হবার কথা জানা গেছে। আহতের স্থানীয় লরেন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস পাইপ লাইনের মোট ৭০টি স্থানে বিস্ফোরিত হয় এবং এর ১৮ টির বেলায় অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েয়েছে ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ।

দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রনে আনলেও এর মধ্যে ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের পাইপ লাইনে চাপ বেড়ে যাওয়াতে এসব বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ দাবি।

স্থানীয়দের বর্ণনায় জানা যায়, হঠাৎ বিকট শব্দে ফেটে পড়ে পুরো এলাকা। এরপর একেএকে বিস্ফোরণের শব্দ চলতেই থাকে।অনেক বাড়িতে আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে ঘরছাড়া ম্যাসাচুয়েটসবাসীরা।কয়েকদিন আগেই গ্যাস পাইপ লাইন মেরামতি করা হবে বলে ঘোষণা করেছিল বলে জানান স্থানীয়রা।

Bootstrap Image Preview