ইয়েমেন এখন শিশুদের জন্য নরকে পরিণত হয়েছে। দেশটির এক কোটি ১০ লাখ শিশু চরম খাদ্য সংকট ও নানা ধরনের অসুখে ভুগছে। এদের অনেকেই ঘরবাড়ি হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে এমন তথ্য দিয়েছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফের প্রতিবেদনের বরাতের খবর আল জাজিরার।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' জানিয়েছেন, ইয়েমেনে প্রায় ৪০ লাখ শিশু চরম খাদ্য সংকটে রয়েছে যে, তাদের খাদ্যের ব্যবস্থা করতে না পারলে মৃত্যুর ঝুঁকি আরো বেড়ে যাবে। হুদায়দা বন্দরে সামরিক সংঘাত ইয়েমেনের লাখ লাখ শিশুর খাদ্য সরবরাহের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০১৫ সাল হতে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি জোট। তারপর থেকেই সংকট বাড়তে থাকে মধ্যপ্রাচ্যের এই দরিদ্র দেশটির। দেশ ছেড়ে শরণার্থীতে পরিণত হয় লাখ লাখ মানুষ। সৌদি জোটের হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১৪ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
সর্বশেষ তথ্য মতে, গত ১৩ জুন থেকে হুদায়দা বন্দরে সৌদি জোট হামলা শুরু করলে দেশটিতে ত্রাণ পাঠানোর বিষয়টি হুমকির মুখে পড়ে। এমন সময়েই দেশটির বেসামরিক লোক ও শিশুদের এই করুণ অবস্থা প্রকাশ্যে এল।