Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অন্দরসজ্জাকে আকর্ষণীয় করে তুলতে লাল হতে পারে আকর্ষণীয় রঙ

ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ AM

bdmorning Image Preview


রঙের জগতে সবচেয়ে আকর্ষক রঙ লাল। লালের উপস্থিতি সব কিছুকে ছাপিয়ে চোখে পড়ে। তাই অন্দরসজ্জাকে আকর্ষণীয় করে তুলতে লাল হতে পারে সবচেয়ে আকর্ষণীয় রঙ।

ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, দেয়ালে লাল রঙের উপস্থিতি ঘরকে করে তোলে উজ্জ্বল; যা অন্দরে আনন্দ আর এনার্জি ছড়িয়ে দিতে সাহায্য করে। লালের সাথে অন্য রঙও ব্যবহার করা যায়। সে ক্ষেত্রে একটি রঙ বেছে নেয়াই ঠিক হবে। দেয়ালে সরাসরি লাল রঙ ব্যবহার করতে না চাইলে কোনো নকশা হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন বলপ্রিন্টের মতো করে অথবা ফুলের বা জ্যামিতিক কোনো নকশা।

ঘরে ফেব্রিক প্যাটার্ন ব্যবহার করে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে।

কখনো ঘরের একটা অংশে লাল রঙ ব্যবহার করা যেতে পারে। এখানে শেলফে লাল রঙ ব্যবহার করা হয়েছে, যা ঘরের একটি কোনাকে করে তুলেছে আকর্ষণীয়।

ঘরে একটি ড্রামাস্টিক লুক আনতে ব্যবহার করা যেতে পারে লাল ও গোল্ডেন স্ট্রাইপ। সেই সাথে ঊনবিংশ শতাব্দীর একটি আয়না সেই লুককে পূর্ণ করতে সাহায্য করেছে।

এমনকি বাথরুমেও একইভাবে পুরোটা বা যেকোনো একটি অংশ লাল রঙে রাঙিয়ে নেয়া যায়।

সাদা দেয়ালের সাথে লাল স্ট্রাইপের রাগ ঘরে মূল আকর্ষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। যা ঘরে তৈরি করেছে উজ্জ্বল আবহ। এমনি করে অন্য রঙের সাথেও লাল ব্যবহার করা যেতে পারে।

আসবাব ছাড়াও বেড কভার, পর্দার বা কুশন কভারে লাল প্রিন্ট বা অন্য কোনো প্যাটার্ন ব্যবহার করা যেতে পারে।

Bootstrap Image Preview