সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ছিল তার শেষকৃত্য অনুষ্ঠান। রাজধানী আক্রার সামরিক সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। এ সময় আন্তর্জাতিক এই ব্যক্তিত্বের কফিন ঘানার পতাকায় মোড়া ছিল।
রাজধানীতে আনান পরিবারের সাথে বৈঠকের পর শুক্রবার এ ঘোষণা দেন ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো জানান, ‘কফি আনানকে শেষ বিদায় জানাতে পারা ঘানার মানুষের এক বিরল সৌভাগ্য।’ আনানের অন্তেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতারা যোগ দেবেন বলে আশা করেন তিনি।
ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস, দেশটির প্রধানমন্ত্রী, আফ্রিকার বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক কূটনীতিকরা। পরিবার-স্বজন ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ছয় হাজার মানুষ ছিলেন শেষ বিদায়ে।
উল্লেখ্য, জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান গত ১৮ আগস্ট সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মারা যান।