একই লাইনে মুখোমুখি দুই ট্রেন। শেষ পর্যন্ত চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ জসিডি প্যাসেঞ্জার এবং ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। বুধবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ভারতের পাতিপুকুর রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
রেল সূত্র জানায়, রাত ১০টা ২৫ মিনিটে ৫৩১৩৯-আপ জসিডি প্যাসেঞ্জার কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায়। সিগন্যালের সমস্যা থাকায় ট্রেনটিকে এক নম্বর লাইনের পরিবর্তে চক্র রেলের লাইন দিয়ে পাস করানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই লাইনেই রাত সাড়ে ৯টা থেকে দাঁড়িয়েছিল কলকাতা স্টেশনগামী ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।
ঠিক করা হয়েছিল যে, ওই ট্রেনটি দাঁড় করিয়ে রেখে জশিডি প্যাসেঞ্জারকে যাওয়ার পথ করে দেওয়া হবে। কিন্তু দুটি ট্রেনই একই লাইনে এগিয়ে আসতে থাকে। যদিও বিপদ বুঝে দুই ট্রেনেরই চালক বেশ খানিকটা দূরত্বে ট্রেন থামিয়ে দেন। সেই সময় দু’টি ট্রেনের মধ্যে দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার।
দীর্ঘ ৩৫ মিনিট একই লাইনে মুখোমুখি দাঁড়িয়ে থাকলেও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। পরে হলদিবাড়ি এক্সপ্রেসকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়। জশিডি প্যাসেঞ্জার যাওয়ার পর হলদিবাড়ি এক্সপ্রেস কলকাতার দিকে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুল সিগনালের কারণে এটা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।